নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৭৬৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার বিকেলে জে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে প্রধানমন্ত্রী লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। এছাড়া আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী ও ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার।

এবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।