মির্জাপুরে ইয়াবা হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ফতেপুর, গোড়াই জয়েরপাড়া ও পুষ্টকামুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন ফতেপুর গ্রামের বিশা মিয়ার ছেলে মোশারফ (৩৫ ), ইয়াছিন মিয়ার ছেলে নওশের (২৫ ), বাবুল মিয়ার ছেলে লিটন (২৪), পুষ্টকামুরী গ্রামের শওকত মিয়ার ছেলে আজিজুল মিয়া (২৮) এবং গোড়াই জয়েরপাড়া গ্রামের শামছুল আলমের ছেলে শরিফ মিয়া (৩০)।
জানা গেছে, শুক্রবার রাতে মির্জাপুর থানার এসআই ফয়েজউদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফতেপুর গ্রাম থেকে মোশারফ, নওশের ও লিটনকে ২৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। অন্যদিকে এসআই আবু ছাদেক অভিযান চালিয়ে গোড়াই ও পুষ্টকামুরী গ্রাম থেকে আজিজুল ও শরিফকে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।