সখীপুরে মাইক্রোবাস মালিক সমিতির নতুন কমিটি


টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুল হক এ কমিটি ঘোষণা করেন।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার কাজী শহিদ, রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সানিসহ ওই সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিন বছরের জন্য সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় মো. স্বপন, কার্যকরী সভাপতি পদে মো. জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি পদে মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শহিদ, সাংগঠনিক সম্পাদক পদে নাছির আহমেদ, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ,সড়ক সম্পাদক পদে রাজমুল হোসেন,ক্রীড়া সম্পাদক পদে মো. রিপন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোজাম্মেল হক ইমনকে বিজয়ী ঘোষণা করা হয়।