টাঙ্গাইলে ১৩৩টি বিদ্যালয়ে বৃক্ষ বিতারণ


টাঙ্গাইল সদর উপজেলার ১৩৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ বিতারণ করা হয়েছে।
২৯ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃক্ষ বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও টাঙ্গাইল-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন। এসময় তিনি সদর উপজেলার ১৩৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ২১টি করে আম গাছের চারা ও মালটার চারা বিতারণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. শাহ্জাহান আনসারী, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।