মুম্বাইয়ের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৪৪৮

মুম্বাই ইন্ডিয়ানসের দেওয়া ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৭ রানে শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ৬২ বলে ৯২ রান করে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ থাকলেন ‘ক্যাপ্টেন হট’৷

এদিন টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক৷ রোহিত শর্মা দশ চারের সঙ্গে পাঁচ ছক্কায় ৫২ বলে ৯৪ রান করে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে চ্যালেঞ্জটা নিতে পারেনি বিরাট কোহলির দল।

নিজেরা ইনিংস শেষ করেছে আট উইকেট হারিয়ে ১৬৭ রানে। বর্তমান চ্যাম্পিয়নরা তাই আসরের প্রথম জয়টাও পেয়ে গেল ৪৬ রানে। চার ওভার বল করে ৫৫ রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজ।

ব্যাঙ্গালুরুর পুরো ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়লেও অধিনায়ক কোহলি লড়েছেন একাই। তাঁর ৬২ বলে অপরাজিত ৯২ রানের ইনিংসটা ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের বোলারদের সামনে।

মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ ৷ ৪ ওভার বলে করে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন কার্নাল পান্ডিয়া৷ অসাধারণ ব্যাট করে ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ‘হিট ম্যান’ রোহিত শর্মা’৷

এমএমআর