টাঙ্গাইলে হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯ | ৪৭০

শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর -৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হায়দার আলী প্রমুখ।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের প্রায় তিনশত ছাত্র ছাত্রী। সহযোগিতায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ও কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাজে পুরস্কার বিতরন করেন অতিথিরা।