মির্জাপুরে পরিবেশক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩ এএম, শুক্রবার, ২৪ মে ২০১৯ | ৫৪৬

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলেজ রোডস্থ সমিতির কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো ফরিদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, পরিদর্শক (তদন্ত ) মো. মোশারফ হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, মাজহারু ইসলাম শিপলু, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী,মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, পরিবেশক সমিতির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।