উপজেলা পরিষদ নির্বাচন
নাগরপুরে কুদরত আলী পক্ষে ছাত্রলীগের বিশাল মিছিল


নৌকা মার্কাকে বিজয়ের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক ভিপি আল-মামুনের নেতৃত্বে শুক্রবার সকালে নৌকার মার্কার পক্ষে বিশাল মিছিল বের করে।
মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূণর্ সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক ভিপি আল-মামুন বলেন নৌকা প্রতীক কে বিজয় করতে আমার ছাত্র সংগঠন ইতিমধ্যে মাঠে কাজ করছে।প্রতিটি ইউনিয়নে হাট বাজারে পাড়া মহল্লায় ছাত্রলীগ নৌকা প্রতীকের জন্য রাত দিন ভোটারে কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছে।
আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুর থেকে নৌকার মনোনীত প্রার্থী মো কুদরত আলী বিপুল ভোটে বিজয়ী হবে।