নাটোরে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ এএম, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৫২২

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নাটোর সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ বালকদের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-এ রাজশাহী বিভাগীয় ফুটবল দলের অংশগ্রহণের লক্ষ্যে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নাটোর সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিয়োগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন নাটোর সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. ফজলুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা ক্রীড়া অফিসার আ,ফ,ম, ওবায়দুল হক। এই ফুটবল প্রতিযোগিতায় নাটোরের বিভিন্ন উপজেলা থেকে মোট ৬০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।