টাঙ্গাইল প্রেসক্লাবে বিনা প্রতিদন্দিতায়

জাফর আহমেদ সভাপতি কাজী জাকেরুল মওলা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | ৬০৪

টাঙ্গাইল প্রেসক্লাবের ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর আহমেদ সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী জাকেরুল মওলা।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম (দিনকাল), রেফাজুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন), আব্দুর রহিম (সমকাল), কোষাধ্যক্ষ মহব্বত হোসেন (এনটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন মানিক (ফিন্স্যাশিয়াল এক্সপ্রেস), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল হক (দৈনিক মজলুমের কন্ঠ), দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী রিপন (একুশে টিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, ড. মো. কামরুজ্জামান (নিউনেশন), কামনাশীষ শেখর (প্রথম আলো), এম এ ছাত্তার উকিল (সাপ্তাহিক মৌবাজার), একরামুল হক খান তুহিন (মাছ রাঙ্গা টিভি) ও ইফতেখারুল অনুপম (দৈনিক জনকন্ঠ ও বাসস)।

সোমবার নির্বাচন কমিশন টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন, মো. হারুণ অর রশিদ, সদস্য এডভোকেট এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মহন দে।