দৈনিক কালবেলা ৩য় বর্ষ পূর্তিতে টাঙ্গাইলে আলোচনা সভা


দৈনিক কালবেলা সাফল্যের ৩য় বর্ষ পূর্তিতে টাঙ্গাইলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।
টাংগাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজুয়ান সিদ্দিকী, বিএনপির মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম,যায় যায় দিনের পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়েদ মল্লিক বুলবুল ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মামুনুর রহমান মামুন প্রমুখ
এ সময় বক্তারা বলেন, বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা অল্প কয়েক দিনের মধ্যেই পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক টুকু বলেন, বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করেছে।বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা গণতন্ত্রকে লালন করে। উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে এবং সংবাদপত্রের স্বাধীনতা বিএনপির হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।
এছাড়াও বিএনপি কখনোই কোনো সংবাদপত্রের কোন সংবাদ সেন্সর করতে হবে এ ধরনের পদক্ষেপ কখনোই নেয় নাই। ভবিষ্যতেও নেবে না ।
এছাড়াও কোন সংবাদপত্র কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালবেলা বিভিন্ন উপজেলার প্রতিনিধিগন এবং টাঙ্গাইল ক্যাবের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যমকমীসহ কালবেলা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাথে নিয়ে সকলকে আনন্দ ঘন মুহূর্তের কালবেলা কেক কাটা হয় ।