মির্জাপুরে
এম.পি ও মেয়রের উদ্যোগে স্টেডিয়ামের পানি নিষ্কাশন


টাঙ্গাইলের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এম.পি ও মির্জাপুর পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের উদ্যোগে উপজেলা পৌর সদরের একমাত্র খেলার মাঠ “মির্জাপুর স্টেডিয়ামে” বন্যার কারণে প্রচুর পানি ওঠে।
এতে করে খেলা থেকে বঞ্চিত হচ্ছে খেলোয়াড়রা। এ মাঠটিতে শুধু খেলা নয় জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানও হয়ে থাকে। তাই সকল জনগণের কথা ভেবে আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এম.পি ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন এ পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করে গতকাল বুধবার থেকে এ কাজ শুরু করা হয়।
কাজটি কিভাবে চলছে তা পরিদর্শনে বৃহস্পতিবার সকালে আসেন পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোঃ সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোতালেব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সুমন হক প্রমুখ।
এ বিষয়ে, পৌর মেয়রের সাথে কথা হলে তিনি বলেন, ১৬ই ডিসেম্বর জাতীয় অনুষ্ঠান প্রতিবারের মতো এ বারেও এই মাঠেই হবে বলে আশা করছি, অতি দ্রুত এ পানি নিষ্কাশনের কাজ শেষ করা হবে, আশা করা যাচ্ছে ২-৩ দিনের মধ্যেই এ কাজ শেষ করে মাঠটি খেলা ও অনুষ্ঠান করার উপযোগী করে তোলা হবে।