ব্যবসায় নাম লেখাতে যাচ্ছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৫২৫

বাংলাদেশের অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই এখন আয়ের অন্য পথ খুঁজছেন। এ জন্য বিভিন্ন ব্যবসা বেছে নিচ্ছেন তারা। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে পোশাকের ব্যবসাতেও জড়াচ্ছেন। অার সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন দেশের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি।

ঢাকাই ছবির এই ‘অগ্নিকন্যা’ অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আসছেন। আগামী মাসেই মাহিয়া মাহি ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন। এর আগে চিত্রনায়িকা মৌসুমি ফ্যাশন হাউজের ব্যবসা শুরু করেন। তার স্বামী ওমর সানী ওই ব্যবসা দেখাশুনা করছেন। এছাড়া নিপুন, অমৃতা, সাহারা, নাতাশা ও সুজানাসহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রীও এ ব্যবসায় জড়িয়েছেন। সবশেষ মাহি এ ফ্যাশন হাউজের ব্যবসা শুরু করলেন।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, এখানে থাকবে নারী-পুরুষ-শিশুদের জন্য পোশাক। অার এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল এমন কিছু একটা করার, এ থেকে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন।