মির্জাপুরে শাহিন হত্যা, বিএনপি নেতা সহ ২৪ জনের নামে মামলা


মির্জাপুরে ধর্ষনের গুজব ছড়িয়ে সবজি ব্যবসায়ী শাহীনকে পিটিয়ে হত্যার ঘটনার দুইদিন পর রোববার রাতে মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহম্মদ আলীসহ ২৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে শাহীনের স্ত্রী রেহানা বেগম।
শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঝালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিচারের নামে পিটিয়ে হত্যা করা হয়।
সোমবার দুপুরে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক জানান, নিহত শাহীনের স্ত্রী রেহানা রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ২৪ জনকে আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামী মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাঝালিয়া গ্রামের প্রভাবশালী চক্রের মুল হোতা মোহাম্মদ আলী। তার নির্দেশেই বিচারের নামে শাহীনকে পিটিয়ে হত্যা করা হয় বলে ওসি মিজানুল হক জানান। এছাড়া শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের সুমন ইজাজ ও অয়নসহ সাত যুবক শাহীনকে বাড়ি থেকে স্কুল মাঠে মাঝালিয়া ক্লাবের সামনে ডেকে নিয়ে আসে বলেও তিনি জানান।
এদিকে মাঝালিয়া গ্রামবাসীর কাছে জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ আলীর পরিবারের কাছে মাঝালিয়া গ্রামটি জিম্মি হয়ে আছে। তাদের প্রভাব ও অন্যায়ের কাছে কেউ মাথা তুলে কথা বলতে পারেন না বলে এলাকার লোকজন জানিয়েছেন। সোমবার মাঝালিয়া গ্রামে গিয়ে দেখা গেছে পুরো গ্রাম নিরব নিস্তব্ধ। অধিকাংশ বাড়ি পুরুষ শুন্য এবং অনেক বাড়িতে ঘরে তালা ঝুলতে দেখা গেছে। প্রভাবশালী চক্রের মুল হোতাসহ সকলেই গাঢাকা দিয়েছে। গ্রামে উপস্থিত কেউ ভয়ে মুখ খুলতে রাজি না। তবে নিরীহ সবজি ব্যবসায়ী শাহিনের জন্য সবাই আপসোস করছে।
শাহিন হত্যা মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসিম জানিয়েছেন।