নাটোরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬ পিএম, রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৪২৬

নাটোরে র‌্যাব-৫ এর সদস্যরা একশ’ বোতল ফেন্সিডিল সহ আতিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোর রাতে নাটোর রেল ষ্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সজল পুকুর এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। র‌্যাব-৫ এর নাটোর ক্যা¤েপর কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার আতিকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার রাত সাড়ে তিনাটার দিকে নাটোর রেল ষ্টেশন বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় আতিকুর রহমানের চলাফেরায় সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থেকে উদ্ধার হওয়া একশ’ বোতল ফেন্সিডিল, তিনটি সিম কার্ড সহ দুইটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা জব্দ করে তার বিরুদ্ধে নাটোর থানায় মামলা দেয়া হয়েছে।