বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৫১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ (বঙ্গবন্ধু ইন নিউজপেপারস) শীর্ষক একটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্য সচিব মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘তথ্য মন্ত্রী আজ সোমবার সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এই বই হস্তান্তর করেন।’

তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) বইটির সংকলন করে।