ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। রফিকুল ইসলাম রফিককে সভাপতি এবং শাকিল আহম্মেদ আমানউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো- সহ-সভাপতি খন্দকার অণিক, মাহমুদুল হাসান খোকন, ছোলায়মান হোসেন সনি, যূগ্ম-সাধারণ সম্পাদক- শাওন আহম্মেদ, মো: আবজাল হক, জীবন বিলাস চকদার, সাংগঠনিক সম্পাদক- সুজন শাওন, নাইম হোসেন, ওয়াকিব চকদার, দপ্তর- তারেক আহম্মেদ, ক্রীড়া- হোসাইন মোহাম্মদ হিমেল, সদস্য- রাকীব হাসান রাসেল।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এ কমিটির অনুমোদন দেয়। এর আগে পৌর ছাত্র লীগ ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ ছাত্র লীগের কমিটি গঠন করা হয়।