বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়
অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মাভাবিপ্রবির মজনু নির্বাচিত


বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু নির্বাচিত হয়েছেন। শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্য আমিরুল ইসলাম সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের কর্মকর্তা মীর মোরশেদুর রহমান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বর্তমানে মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।