টাঙ্গাইলে এসিআই ফার্টিলাইজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলে এসিআই ফার্টিলাইজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) টাঙ্গাইলের বেবিস্টান্ড এলাকায় এসিআই ফার্টিলাইজারের পরিবেশক মেসার্স মনির এন্টারপ্রাইজের উদ্দ্যেগে ব্যাবসাহী ও কৃষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজারের সেলস ম্যানেজার আরিফুর রহমান, এসিআই ফার্টিলাইজারের এরিয়া ম্যানেজার আবু বক্কর মোহাম্মাদ ফুয়াদ, মেসার্স মনির এন্টারপ্রাইজের সত্বাধিকারী রোকন উদ্দিন, এসিআই ফার্টিলাইজারের সিনিয়র মার্কেটিং অফিসার মারুফ রানা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, আব্দুল কুদ্দুস, আল জহুরা তাজসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ব্যাবসাহী ও কৃষকরা।
এসময় বক্তারা এসিআই ফার্টিলাইজারের রতœা সুষম সার ও বিভিন্ন পন্য নিয়ে আলোচনা করেন।