নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় মোটর সাইকেলের সাথে অটোরিক্সার সংঘর্ষে আব্দুল বারী নামে এক স্কুল শিক্ষক নিহত ও তার সঙ্গী অপর শিক্ষক আবু জাফর গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল বারী বড়াইগ্রামের আগ্রান গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তারা দুজনেই আগ্রান উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তারা দুজন মোটর সাইকেল যোগে তার আগ্রান থেকে স্কুলের দাফতরিক কাজে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে বনপাড়া এলাকায় একটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল বারী নিহত ও বাইকে থাকা অপর আরোহী আহত হন।