মির্জাপুরে বাস চাপায় নিহত ১

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৪ পিএম, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ৭৫৫

মির্জাপুর উপজেলার পৌর সদরের বাইমহাটী এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোঃ শাকিল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

জানা গেছে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা মল্লিক পাড়ার ফজল মল্লিকের ছেলে শাকিল। । ফজল মল্লিকের ৩ সন্তানের মধ্যে শাকিল সবার বড়। সে এবার দেওহাটা এ.জে. উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার আগেই নির্মম এই ঘটনায় চিরবিদায় নিতে হলো শাকিলকে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা যায়, গাড়ির ভিতর শাকিলের সাথে কথা কাটাকাটি হচ্ছিল নিহত শাকিলের। সেসময় তার সাথে আরিফ নামে তার এক বন্ধুও ছিল। অভিযোগ আছে হেলপাড়ের সাথে কথাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হওয়ার সময় গাড়ি থেকে পরে যায় শাকিল।

ঘাতক বাসটি গাড়ির গতি না থামালে গাড়ির পিছনের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শাকিল। বাসটিকে থামানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয় আশেপাশের লোকজন। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফলে কেউই নিশ্চিতভাবে বাসটির নাম বা গাড়ি নম্বর বলতে পারেনি।

এদিকে ঘটনা ঘটার পর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয় মির্জাপুর থানা পুলিশ। ঘাতক বাসটিকে আটক না করতে পারার বিষয়ে মির্জাপুর থানার এস.আই মাহমুদুল জানান, সঠিক সময়ে যদি তারা দুর্ঘটনার বিষয়টি অবহিত হতে পারতেন তবে নিশ্চিতভাবেই বাসটিকে আটক করা সম্ভব হতো। তবে চেষ্টা চলছে, তাৎক্ষণিকভাবে বাসটিকে আটক না করতে পারলেও বাসটিকে সনাক্ত ও আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।