চকরিয়া আব্দুর শুক্কুরের জানাযায় মুসল্লির ঢল


চকরিয়া মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী চকোরী মাইক সার্ভিসের স্বত্ত্বাধিকারী ও নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা শাখার কার্যকরী সদস্য সকলের প্রিয় মুহাম্মদ আব্দুস শুক্কুর (৩০) প্রকাশ শুক্কুর মিকার সোমবার ১৯মার্চ দুপুরে এক মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে পিতা-মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি চকরিয়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড কাহারিয়াঘোনা রশিদারবিল নিবাসী নুরুল হোছাইনের মেঝো ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় মগবাজার পৌর কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের বিশাল নামাযে অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মনজুর আলম (পীর)। তরুণ আলোচক শিল্পী মুছা ইবনে হোছাইন বিপ্লবের পরিচালনায় নামাজে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম আলকরণ জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক জিহাদী, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার জেলা সংবাদদাতা শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী, মাওলানা নুরুল হুদা, চকরিয়া কোর্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ খাইরুল আলম, মরহুমের মামা মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মরহুমের বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম।
বিশাল নামাযে জানাযায় যোগদান করেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল আবছার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী, সাবেক কাউন্সিলর ছৈয়দ আলম, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন জামাল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলার সভাপতি সোহেল মাহমুদ, নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলার প্রচার সম্পাদক জুনাইদ উদ্দিন, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, চকরিয়া এজহারুল উলুম দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আমির উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।