বাগাতিপাড়ায় স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১০ পিএম, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ৪৭০

জেলার বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সেবা সপ্তাহ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ের সভাকক্ষে কর্মী ও সুপারভাইজারদের নিয়ে এই ওরিয়েন্টেশন সভায় সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, এমটিইপিআই সঞ্জিব কুমার আচার্য ও বাগাতিপাড়া প্রেসক্লাব সেক্রেটারী আরিফুল ইসলাম তপু।

সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যানবিদ আরশাদ আলী। আগামী ১থেকে ৭এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩২হাজার শিক্ষার্থীদের কৃমিনাষক টেবলয়েট সেবন, দৃষ্টি শক্তি, ওজন ও উচ্চতা পরিমাপ করার কথা জানানো হয়।

এদিকে পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণে ২ থেকে ২৫মার্চ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।