জাতীয় পতাকা অবমাননাকারী সেই যুবক গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ১৫৭১

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পতাকায় অবমাননা কর ছবি তোলে তা ফেসবুকে পোষ্ট করেছেন মাজাহারুল নামে এক যুবক।

এ ঘটনায় মির্জাপুরে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা প্রিয় সকলস্তরের জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। মাজাহারুল এ উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আব্দুল মাজেদের ছেলে। সে পেশায় একজন রেন্ট-এ কার চালক। 

সোমবার রাত থেকে ওই যুবকের বাম হাতে জাতীয় পতাকা এবং ডান হাতে নিজের পায়ের স্যান্ডেল দিয়ে জাতীয় পতাকায় পেটানোর একটি ছবি ফেসবুকে বিভিন্ন আইডিতে ভাসতে থাকে। সঙ্গে সঙ্গে এ দৃশ্যটি ভাইরাল হয়ে পড়ে। জাতীয় পতাকার অবমাননার এমন দৃশ্য দেখে বিভিন্ন জনে ফেসবুকে ওই যুবকের শান্তি দাবি করে মন্তব্য করতে থাকেন।

এম রুবেল মির্জাপুর নামে এক তার ফেসবুক স্ট্রাটাসে, ওই যুবকের ফাঁসি দাবি করেন। মোয়াজ্জেম হোসেন অনিক নামে অপর একজন লেখেছেন, রাজাকারের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। মিলন মোর্শেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী ওই ছবি পোষ্ট দিয়ে তাকে গ্রেপ্তারে প্রশাসনের দৃষ্টি আর্কশন করেছেন। বিভিন্ন শ্রেণি পেশার ফেসবুক ব্যবহারকারী এভাবে একের পর এক শান্তি দাবি করে স্ট্রাটাস দিয়েছেন।

এদিকে জাতীয় পতাকাকে অবমাননা করে ফেসবুকে ছবি আপকরার বিষয়ে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি ওই যুবকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন উপজেলা সহকারী কমান্ডার (সাংগঠনিক) সিদ্দিকুর রহমানও।

পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বলেন, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত পতাকা যে অবমাননা করতে পারে সে এদেশের নাগরিক হতে পারে না। তার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, এটা রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। তার সর্বোচ্চ শান্তির আশা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত যুবক মাজাহারুলের জানিয়েছে ছবিটি বেশ আগে তোলা। সোমবার রাতে কে বা কারা ছবিটি ফেসবুকে আপ করেছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।