ধনবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষুদ্র ও অগ্রনী ব্যাংকের এস এমই ঋণ বিতরণ


আজ ২০ মার্চ(মঙ্গলবার) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীর শিল্প ও বণিক সমিতির ভবনে অগ্রনী ব্যাংক মুপুপুর শাখার আয়োজনে ধনবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষুদ্র ও অগ্রনী ব্যাংকের এস এমই ঋণ বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মাহফুজুর রহমান মিঞা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - অগ্রনী ব্যাংক লি: এর ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম,অগ্রনী ব্যাংক লি: ময়মনসিংহের সার্কেল এইচ আরডিপিডি মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম, অগ্রনী ব্যাংক লি: এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো:খারুইল ইসলাম,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, বি আর ডিবি’র চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, অগ্রনী ব্যাংক মধুপুর শাখার এসপিও ব্যাবস্থাপক হুমায়ূন খালিদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বাজিতপৃুর গ্রামের আব্দুল ওয়াদুদ ডাক্তার এর ছেলে মো. সেলিম হোসেন পাচ্চুকে ১ লক্ষ টাকা মূল্যের একটি বিদেশী জাতের গাভী, ও তার বড় ভাই মো: রফিকুল ইসলাম কে একটি সিএনজি গাড়ী, ধনবাড়ী পৌর শহরের রূপশান্তি এলাকার হারুন নামের একজনকে একটি ব্যাটারী চালিত অটো গাড়ীর চাবি স্থানীয় এমপি ড. মো: আব্দুর রাজ্জাক ও অগ্রনী ব্যাংক লি: এর ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম গ্রাহকদের হাতে তুলে দেন। এছাড়াও ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার লিটন সুইমিট এর মালিক লিটন, রাফি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক খাইরুল ইসলাম বাদল, পিয়াস হোটেল এন্ড সুইমিট এর মালিক তুলা সহ কিছু সংখ্যক গ্রাহকের মাঝে এস এমই ঋণ বিতরণ করা হয়েছে।
এসময় এসময় অগ্রনী ব্যাংকের ধনবাড়ী অঞ্চলের গ্রাহক, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অগ্রনী ব্যাংক মধুপুর শাখার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ধনবাড়ী অঞ্চলের ঋনগ্রহিতাদের সুবিধার্থে অগ্রনী ব্যাংক লি: এর ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম বলেন ধনবাড়ীতে অগ্রনী ব্যাংকের একটি ব্রাঞ্চ ব্যাংক করা হবে।