বেনাপোলে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা


যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন গোগা গ্রামস্থ মোড়ল পাড়া কাঁচা রাস্তার উপর থেকে মোঃ জসিম গাজী(৩৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক জসিম গোগা গ্রামের মৃত ইসহাস গাজীর ছেলে অপর দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পরিতক্ত অবস্থায় জব্দ করা হয়ছে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মোট ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোর্পদ করা হবে বলে আমাদেরকে জানান।