ঠাকুরগাঁওয়ে হত্যাকান্ডের প্রতিবাদে জেলাজুড়ে প্রতিবাদের ঝড়

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৪২৭

ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে তিন জন গ্রামবাসী নিহতের ঘটনায় প্রতিবাদে ফেটে পড়ছেন জেলার মানুষ। ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের বিচারের দাবীতে বিভিন্ন কর্মসুচী পালিত হচ্ছে জেলাজুড়ে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় প্রতিবাদে নামে স্থানীয় সাধারণ মানুষ।  দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অন্যন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়াঁ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না উপস্থিত ছিলেন।