বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৭ পিএম, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৬২০

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বি। মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া-নাটোর সড়কের পীরগঞ্জ এলাকায় অটোরিক্সার ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।

আহত ফজলে রাব্বি বাগাতিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক করতোয়া বাগাতিপাড়া প্রতিনিধি।

আহত রাব্বির বোন মাহমুদা আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে বাগাতিপাড়া থেকে তার বন্ধু উল্লাসকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে নাটোর শহরে যাচ্ছিলেন রাব্বি। পথিমধ্যে পীরগঞ্জ এলাকায় একটি অটোরিক্সা ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে চালক সাংবাদিক রাব্বি ছিটকে পড়েন। এতে তিনি গুরুত্বর আহত হন।

তবে মোটরসাইকেল আরোহী তার বন্ধু উল্লাস অক্ষত রয়েছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়। সেখান থেকে পরে নাটোরের সততা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুত্বর হওয়ায় তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার সঙ্গে ওই প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ দেখা করেছেন। আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন হাসপাতালে দেখতে গিয়ে বলেন, ফজলে রাব্বি আমাদের দলের একজন ছাত্রলীগনেতা-একনিষ্ঠ কর্মী ও সাংবাদিক তার দ্রুত সুস্থতা কামনা করি।