জিম্বাবুয়ে বিরোধী সমর্থকদের সঙ্গে সেনাদের সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৪৭০

জিম্বাবুয়ের হারারেতে বিরোধী দলের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই দেশটিতে সংঘর্ষ শুরু হয়। নির্বাচনের ফল নিয়ে সহিংসতায় না জড়িয়ে সকল পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

বুধবার ঘোষিত ফলাফলে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় ক্ষমতাসীন জানু-পিএফ। সাথে সাথেই ফল জালিয়াতির অভিযোগ তুলে রাস্তায় বিক্ষোভ শুরু করে বিরোধী দলের সমর্থকেরা। তাদের নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও গুলি ছুড়লে অন্তত ৩ জন নিহত ও আহত হয়।

এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশটির সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান।

চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যে। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর কর্মকাণ্ড তদন্তে জিম্বাবুয়ের সরকারের প্রতি আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছন।