খাগড়াছড়ি-গুইমারায় চোরাই মদ সহ
তিন উপজাতি নারী মাদক ব্যবসায়ী আটক


খাগড়াছড়ির- গুইমারা বাজারে হাটের দিনে প্রকাশ্যে চোরাই মদ বিক্রি করতে আসলে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে সর্ব মোট ৩১ লিটার মদ সহ-তিন উপজাতি নারী মদ ব্যবসায়ীকে আটক করা হয়।
গুইমারা থানা সূত্রে জানাযায় , এই চক্রটি দীর্ঘদিন যাবত প্রকাশ্যে বাজারে মদ বিক্রি করে আসছেন।
আটক মিনু মার্মা (৪০)স্বামী উগ্য মার্মা সাং গুইমারা ডাক্তার টিলা,আনু মার্মা, স্বামী বলি মার্মা সাং গুইমারা লুন্দ্যাক্যা পাড়া,রিনা ত্রিপুরা(৩৫) স্বামী বুজিসেন ত্রিপুরা গুইমারা বাইল্যাছড়ি। এদের কাছ থেকে সর্ব মোট ৩১ লিটার মদ পাওয়া যায়।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু বলেন , গুইমারা উপজেলাকে মাদক মুক্ত ঘোষনা করাই আমার একমাত্র লক্ষ। গুইমারায় মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোন ধরনের ছাড় দেওয়া বলে থাকেন ।