মির্জাপুর এসকে পাইলট স্কুলে বার্ষিক ক্রীড়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩ পিএম, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | ৬১২

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, পরিচালনা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম প্রমুখ।

দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগীতায় ৬০ টি ইভেন্টে ৬ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে বলে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজাহারুল ইসলম জানিয়েছেন।