মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৪৯১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, দপ্তর সম্পাদক জহিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, সাবেক আহ্বায়ক সেলিম সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।