বগুড়ায় অটোভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১১:০৭ এএম, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ | ৪৬১
বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর মেরাজুল ইসলাম  (১৭) না‌মের  এক অটোভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (২০ জুন) দিবাগত গভীর রাতে জেলার শেরপুর উপজেলার বিশালপুর পাচঁদেউলী বেলতলা এলাকার এক জমির আইল থেকে তার লাশ উদ্ধার হয়।নিহত মেরাজুল ইসলাম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের কৃষক ইউনুস আলীর বড় ছেলে।
 
জানা যায়, ঈদুল ফিত‌রের পর দিন রবিবার সন্ধ্যা ৭ টার দিকে জামাইল বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে রাণীরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন অটোভ্যান চালক মেরাজুল। অটোভ্যান মালিক নিমাইয়ের নিকট থেকে ভ্যান নিয়ে ১৫০ টাকা ভাড়া ঠিক করে ৪ জন যাত্রী নিয়ে যাচ্ছিল মেরাজুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায় । পরে তার কোন সন্ধান না পেয়ে তার চাচা ইউসুফ আলী শেরপুর থানায় সোমবার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।
 
এদিকে বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাচঁদেউলী বেলতলা এলাকার জনৈক ব্যাক্তি তার হারানো গরু খুঁজতে গিয়ে ফাঁকা জমির আইলের উপর মেরাজুলের হাত-পা ও গলায় লুঙ্গি বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর শেরপুর থানা পুলিশ সেখানে গিয়ে রাত ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে মেরাজুলের অটো ভ্যানটি ছিনতাই এর জন্য তাকে হত্যা করা হয়েছে।
 
এব্যাপা‌রে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলামের সা‌থে  কথা বলা হ‌লে তি‌নি জানান, নিহতের লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।