টাঙ্গাইলে ৬২ ক্যান বিদেশী বিয়ারসহ গ্রেফতার ১


টাঙ্গাইল জেলার কালীহাতি থানার পুরাতন ভুয়াপুর রোডস্থ এলেঙ্গা বাজার এলাকায় বুধবার ২০ জুন রাতে হলপাড় মসজিদের পশ্চিম পাশে শহিদ খান এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৬২ ক্যান বিদেশী বিয়ারসহ শ্রী সুমন লাহাকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
সে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কালুহা গ্রামের পিতা- মৃত নলিনী লাহা এর ছেলে শ্রী সুমন লাহা (২৮)। তার বর্তমান ঠিকানা-এলেঙ্গা সে পুরাতন ভুয়াপুর রোড হলপাড় এলাকায় শহিদ খান এর বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
র্যাব সূত্রতে জানা যায়, র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে¡ একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পুরাতন ভুয়াপুর রোড এলেঙ্গা বাজার এলাকায় হলপাড় মসজিদের পশ্চিম পাশে শহিদ খান এর বাড়ীতে অভিযান পরিচালনা করে শ্রী সুমন লাহা (২৮), কে সর্বমোট ৬২ ক্যান বিদেশী বিয়ার উদ্ধারসহ গ্রেফতার করেন।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির কমান্ডার রবিউল ইসলাম বলেন আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিদেশী বিয়ার সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।