লালপুরে দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১০ পিএম, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ | ৪১৭

নাটোরের লালপুরে শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে ট্রলির নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কার ঘটনায় সোহাগ (২০) নামে ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মৃত সোহাগ লালপুর উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের সোহেল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া থেকে লালপুর যাওয়ার পথে কারিগরপাড়া নামক স্থানে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এ সময় চালক সোহাগ মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন।