টাঙ্গাইলে ঈদ সামগ্রী বিতরণ বুরো বাংলাদেশের পক্ষে থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, বুধবার, ২০ মে ২০২০ | ৫২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বুরো বাংলাদেশ।

টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ সকালে বুরো বাংলাদেশ এর উদ্যোগে ৩ শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, বুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, বুরো হেলর্থ কেয়ারের ডা. মো. মোখলেছুর রহমান প্রমুখ । ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাই ইত্যাদি।