অলোয়া বড়টিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | ৫৯১

টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অলোয়া বড়টিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায়, বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারী শনিবার সকালে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ।

মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ,ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক,আওয়ামীলীগ নেতা কাজী শফিকুল মওলা দোয়েল প্রমুখ।