কালিহাতীতে ৯৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫ পিএম, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯ | ৫০৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকা থেকে ৯৯ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হামিদপুর বুলেট সাউন্ড সিস্টেমের মালিক বাচ্চু মিয়া (৪০)। সে উপজেলার উত্তর বেতডোবা গ্রামের দীনু মিয়ার ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ পুলিশ পরিদর্শক সবুজ মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বুলেট সাউন্ড সিস্টেমের মালিক বাচ্চু মিয়াকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।