জুনিয়র বৃত্তিতে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য


নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৭ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ওই বিদ্যালয় থেকে উপজেলার সর্বোচ্চ ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জানা গেছে, ২০১৭ সালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩শ ৫৩ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬০ জন জিপিএ-৫ সহ ২শ ৭৭ জন ছাত্রী পাস করে। পাসের হার ছিল ৭৮.৪৭ ভাগ। গত ৯ এপ্রিল জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হলে ওই বিদ্যালয়ের ছাত্রীদের অভাবনীয় সাফল্য দেখা যায়।
মির্জাপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ ৩৯ জন ছাত্রী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ২০ জন ট্যালেন্টপুল এবং বাকি ১৯ জন সাধারণ গ্রেড। বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন সংকট আর সীমাবদ্ধতার মধ্যেও ছাত্রীদের এই সাফল্যে আমরা আনন্দিত। সকলের সহযোগীতা থাকলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যানস ফজলুর রহমান খান ফারুক বলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।