পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি দেয়া হবে মেট্রোরেলে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, রোববার, ২৬ অক্টোবর ২০২৫ | ১৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া, নিহতের পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নাশকতা নাকি কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

নিহত ব্যক্তির পরিবারের সব দায়দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে।

সুত্র:বণিক বার্তা