কোন্দল নিরসনে কোন উদ্যোগ নেই
মির্জাপুরে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন চলছে


টাঙ্গাইলের মির্জাপুরে কোন্দর নিরসনে কোন উদ্যোগ না থাকায় ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেরন এখন চলছে।
উপজেলার বাশতৈল ইউনিয়নের ইউপি ভবন এবং বাজারের একটি নির্মাণাধীন ভবনে দুই গ্রুপের সম্মেলন চলছে বলে জানা গেছে।
গত জুলাই মাসে সম্মেলন ছাড়া জেলা ছাত্রলীগ কর্তৃক মীর আসিফ অনিককে সভাপতি এবং শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগেগর কমিটি ঘোষনাকে কেন্দ করে ছাত্রলীগে দুটি গ্রুপের সৃষ্টি হয়।
বিদ্রোহী গ্রুপ ঘোষিত কমিটির বিভিন্ন কর্মসূচী বানচালের জন্য পাল্টা কমৃসূচী দিয়ে আসছিল।
তারা খন্দকার নাইমকে সভাপতি এবং সাদ্দাম হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে পাল্টা একটি কমিটিও ঘোষনা করে।এনিয়ে চলে আসছে দুই গ্রুপের মধ্যে ¯œাযু যুদ্ধ।
সর্বশেষ উপজেলা ছাত্রলীগ শুক্রবার ২০ অক্টোবর বাশতৈল ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন আহবান করে। বিদ্রোহী গ্রুপও একই সময় একই স্থানে পাল্টা সম্মেলন আহবান করলে দ্বন্দ প্রকাশ্য রুপ নেয়।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা ছাত্রলীগ তাদের অনুষ্ঠানস্থল পরিবর্তন করলেও দুই গ্রুপের সম্মেলন থেমে নেই। সন্ধা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গ্রুপের সম্মেলন চলছে বলে খোজ নিয়ে জানা গেছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ সম্পর্কে জেলাআওয়ামীলীগকে অবহিত করা হয়েছে। অচিরেই এই কোন্দল নিরসন হবে বলে জেলা আওয়ামীলীগের আশ্বাসের প্রেক্ষীতে তিনি বলেন।