টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৬২১

টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৬ অক্টোবর শনিবার সকালে ২২ নং হাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান,মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) আকতারুন নাহার, টাঙ্গাইল সদর উপজেলা ভাইচ-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নরুল আমিন খান খোকন, মোঃ নুরুল হুদা তালুকদার প্রমুখ।