মির্জাপুরে শারদীয় বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠান


টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর কলেজের ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এই পুণর্মিলনী অনুষ্ঠান হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অতুল প্রসাদ পোদ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক,পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক কমান্ডার সরকার হিতেষ চন্দ্র পুলক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিযুশ কান্তি, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার মন্ডল প্রমুখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।