ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩,আহত ৪

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | ৫৫৪

টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পোড়াবাড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি সংঘঠিত হয় ৷  ১৭ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকায় বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র ড্রাইভার সহ তিন জন নিহত ও চার জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। নিহত অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০), স্বামী মনির হোসেন, গ্রাম- বগা; রহিমা বেগম (৪২), স্বামী জয়নাল আবেদিন, গ্রাম- রতনবরিষ; চায়না (৩৮), সে শুধু ছেলের নাম বলতে পারছে সাইফুল, গ্রাম-গরজনা।

এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজ ছাত্র আফজাল হোসেন (২১)।