ধনবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাফিজুর রহমান
প্রকাশিত: ০১:১০ পিএম, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | ৬৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

বুধবার (১৫অক্টোবর) সকালে ধনবাড়ী পৌরশহরের ধনবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

দিবসটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। এসময় বিদ্যালয়ের পাঠাগার ও শ্রেণীক্ষক পরিদর্শন করেন তিনি। পরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এসএমএ ফারুক ইমাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ধনবাড়ী প্রেসসক্লাব সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসসলা, সহকারী শিক্ষক শারমিন ফারজানা, সুরাইয়া সুলতানা, রেজিয়া সুলতানা ও অভিভাবকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।