নাটোরে ট্রাকর চাপায় গৃহবধু নিহত

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮ | ৪৫০

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশে ধান শুকানোর সময় ট্রাকের চাপায় খুশি বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি বেগম উপজেলার পারকোল গ্রামের মৃত আনিসুর রহমানের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, খুশি বেগম সকালে বড়াইগ্রাম থানার মোড়ের পূর্ব পাশে মহাসড়ক ও থ্রি-হুইলার চলাচলের ফিডার সড়কের মাঝখানে ধান শুকানোর কাজ করছিলেন।

এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

ফিরোজ আহমেদ/