বেসরকারী হাসপাতালের নারী ম্যানেজারকে গলা কেটে হত্যা


নাটোরে একটি বেসরকারী হাসপাতালের নারী ম্যানেজার মিতা খাতুন (২৫) কে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে শহরের চকরমপুর এলাকার জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালের ছাদ থেকে ওই নারী ম্যানেজারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মিতা খাতুন জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মহম্মদের মেয়ে। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন সহ গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মিতা খাতুন সকাল ছয়টার দিকে হাসপাতালের মূল গেটের তালা খুলে দিয়ে তিনি তার রুমে চলে যান। এরপর সকাল দশটার দিকে হাসপাতালে রোগীর স্বজনরা তাদের কাজের জন্য হাসপাতালের ছাদে গেলে সেখানে একটি গলাকাটা নারীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
চিৎকার শুনে হাসপাতালের কমরত অন্যান্যরা ও রোগীর স্বজন্যরা ছাদে গিয়ে হাসপাতালের ম্যানেজার মিতা খাতুনের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কী কারণে কে বা কারা মিতাকে এভাবে গলা কেটে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি তবে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে।
ফিরোজ আহমেদ/