ভূঞাপুরে নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন সম্মেলন


ভূঞাপুর গোবিন্দাসী নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গোবিন্দাসী বাজারস্থ ইউনিয়ন প্রকৌশল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে শাহীন প্রামানিক সভাপতি ও ফরহাদ হোসেনকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে শাহীন প্রামানিকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শামছুল হক, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ আলম প্রামানিক, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, উপজেলা প্রকৌশল শ্রমিক নেতা বাহাজ উদ্দিন ও ফরহাদ হোসেন প্রমুখ।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি আরজু মিয়া, সহ-সভাপতি নজরুল ইসলাম নান্নু ও নয়ন আলী, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল খান, সহ-সম্পাদক ইব্রাহীম ও আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদশা মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক, প্রচার সম্পাদক ফারুক, দপ্তর সম্পাদক আব্দুল বারেক, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সোনা মিয়া, কোষাধ্যক্ষ শমসের শেখ। কার্যকরী সদস্য সানোয়ার হোসেন, নয়া মিয়া, নুরু মিয়া, সোহরাব উদ্দিন, ওয়াশিম সুত্রধর, মোহর আলী, জলিল মিয়া, শমেস উদ্দিন, মুকিম সরকার ও মান্নান ব্যাপারী।