অবৈধ কমিটি বিলুপ্তির দাবীতে কালিহাতীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৪ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা,কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর ছাত্রদলের নব-গঠিত অবৈধ কমিটি বিলুপ্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কালিহাতী উপজেলা ছাত্রদল।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি কালিহাতী সদরের দরাজ আলী টাওয়ার থেকে শুরু করে কালিহাতী বাসষ্ট্যান্ড বল্লা লিংক রোডের মাথায় এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি শুকুর মাহমুদ এর কুশপুত্তলিকা দাহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন শাফি, কালিহাতী পৌর ছাত্রদলের আহবায়ক নিজাম উদ্দিন টুটুল, বল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ আহম্মেদ ও সাধারন সম্পাদক মিথুন,এলেঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক মিজান, কালিহাতী পৌর ছাত্রদলের নেতা মামুন প্রমূখ।