টাঙ্গাইলে শেখ রাসেলের জন্ম বার্ষিকী পালিত

আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকালে টাঙ্গাইল শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী টাঙ্গাইলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ শিশু একাডেমী টাঙ্গাইলের জেলা সংগঠক মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার ও বাসাইল এমদাদ হামিদা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবাশীষ দেব ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তরুন ইউসুফ।